পোস্টগুলি
জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন করেছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশ’-এর সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী দলের নেতৃ্বৃন্দের ‘আগে স্থানীয় সরকার নির্বাচনে’র দাবি উঠার বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এই মন্তব্য করেন। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্রুত নিবন্ধন ফিরে পাবে বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন ও দলীয় প্রতীক দু’টিই ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি যেহেতু আমাদের প্রতীকের তফসিলে আনতে হবে এবং দাপ্তরিক প্রক্রিয়া আছে, তাই একটু সময় লাগবে আরেকটা কারণে একটু সময় লাগবে। কারণ আমরা প্রতীকের সংখ্যাটা ৬৯ থেকে ১০০টিতে উন্নীত করবো বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আবুল ফজল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন গত ১ জুন মহামান্য আপিল বিভাগ ২০১৩ সালের হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন যে বাতিল করেছিল, সেটাকে পূর্বাপর অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদেশের কপি নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন যে কারণে আমরা আলোচনা করেছি। দ্রুত জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ার বিষয়ে ইশরাক হোসেন কি হুশিয়ারি দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেছেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো ইশরাক হোসেন বলেন নগর ভবন কীভাবে চলবে, তা ঢাকাবাসী নির্ধারণ করবে কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে জামায়াতের নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের নিবন্ধনের বিষয়ে ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন। একই সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের দলের নিবন্ধন ও প্রতীক যেটা ছিল সেটাই থাকবে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রংপুরে জাতীয় পার্টির কঠিন হুশিয়ারি ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৩১ মে ২০২৫ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, কোতোয়ালি থানার ওসি সাহেব যদি ২৪ ঘণ্টার মধ্যে মামলা এন্ট্রি না হয় তাহলে থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি হবে শনিবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পৈত্রিক বাসভবন দি স্কাইভিউতে হামলা এবং পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে হত্যা চেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ