সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি #জাতীয় #নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি দলটির মহাসচিব বলেন একটি দ্বন্দ্বে ভরা ও রাজনৈতিক টালমাটাল সময়ে নির্বাচন কমিশনকে তাদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে একইসঙ্গে তারা দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কে জিএম কাদেরের পক্ষেই আইনের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন বৃহস্পতিবার ১৪ আগস্ট বৈঠকে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তাদের বেশ কিছু উদ্বেগ তুলে ধরা হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী তিনি বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং সব নিবন্ধিত দলের অভিভাবক তাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এ নেতা জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই তবে তারা সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ মনে না করলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর তাদের আস্থা রয়েছ এছাড়া নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও জানান তিনি
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন