সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
বর্তমান সংবিধানের অধীনে এনসিপি নির্বাচন করবে না বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ শুক্রবার ১৫ আগস্ট সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন বক্তব্যে হান্নান মাসউদ অভিযোগ করেন আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস সেইফ এক্সিট নিতে চেয়েছেন সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এনসিপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনো সে বিষয়ে কোনো সমাধান আসেনি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজারো ছাত্র-জনতার হত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না শুক্রবার ১৫ আগস্ট বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার বলেন শেখ হাসিনার শাসনামল ছিল গুম খুন নির্যাতন ও বিরোধী মত দমনের এক দুঃসময় এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন ফের যদি স্বৈরাচার সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলের রাজনীতি ফিরে আসে তবে গণতন্ত্র বিপন্ন হবে তাই রাষ্ট্র কাঠামো সংস্কার করেই নির্বাচন দিতে হবে তা না হলে ১৮ কোটি জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন